ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

র‌্যাবের পৃথক দুটি অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার ও রোববার কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকায় ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানা এলাকার মৃত হামিদুল হকের ছেলে মো. আরিফুল হক (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কুটিজাজিয়ারার মৃত আজিজের ছেলে মো. রুবেল (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়।

অপর একটি অভিযানে সীতাকুণ্ড মডেল থানার ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ১০ কোটি টাকা প্রদান
পরবর্তী নিবন্ধসরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে