ফেন্সিডিল উদ্ধার মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৩১ পূর্বাহ্ণ

সাতকানিয়া থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মো. মাহবুবুল আলম সাতকানিয়ার উত্তর ঢেমশা এলাকার মৃত কোরবান আলীর ছেলে।

গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূইয়া এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর আসামির উত্তর ঢেমশা এলাকার বসতভিটা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ আসামি মো. মাহবুবুল আলমকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ। এ ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চার্জশিট দাখিল হলে আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।