ফেনী জেলা সমিতি-চট্টগ্রামের মেধাবৃত্তি প্রস্তুতি সভা

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

ফেনী জেলা সমিতি চট্টগ্রামের মেধাবৃত্তির প্রস্তুতি সভা সমিতি কার্যালয়ে গতকাল মঙ্গলবার সহ সভাপতি ও বৃত্তি উপকমিটির আহ্বায়ক আবদুল মান্নান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বৃত্তি কমিটির সদস্য সচিব জিন্নাহ চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিলন। আরো বক্তব্য দেন, সহসভাপতি বেলায়েত হোসেন, জাকির হোসেন, কার্যকরী কমিটির সম্পাদক অ্যাডভোকেট আবদুল হক, মোহাম্মদ কামরুল মোরশেদ তমাল, এস এম সাইফুল ইসলাম, এ কে এম জামাল উদ্দিন মোল্লা, মোহাম্মদ আবু তালেব ভুঁইয়া, নুরুল আবছার তৌহিদ, অ্যাডভোকেট জাফর হায়দার, জহিরুল ইসলাম, কাজী সাবিরা সুলতানা, আমির হোসেন, এটি এম সেলিম রেজা, মো. জাফর আলম পাটোয়ারী লিটন প্রমুখ। আগামী ৩১ নভেম্বরের মধ্যে আগ্রহী ছাত্রছাত্রীদের ফরম জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে। ফরম সমিতির ওয়েব সাইট, সমিতি কার্যালয়ে পাওয়া যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেল স্টেশনে বুকিং সহকারীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি
পরবর্তী নিবন্ধচবির হলে গাঁজা সেবন, দৃষ্টি প্রতিবন্ধী ৫ শিক্ষার্থী আটক