নগরীর বাকলিয়ার মিয়াখান নগর এলাকা থেকে ৪৭ কেজি গাঁজা ও ৯৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গত শুক্রবার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. তারেক নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারেক ফেনীর পূর্ব ছাগলনাইয়া এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বলেন, মিয়াখান নগরের অসি মিয়া রোডের হোসেন আলী কলোনীর একটি বাসা থেকে প্রথমে তারেককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে চটের বস্তাবর্তী ৪৭ কেজি গাঁজা ও প্লাস্টিকের বাজারের ব্যাগবর্তী ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি বলেন, আসামি তারেক দীর্ঘদিন যাবৎ সুকৌশলে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে তা অধিক মূল্যে বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলেও জানান র্যাব কর্মকর্তা মো. শরীফ উল আলম।