ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহ ধানমন্ডিতে গ্রেপ্তার

| রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

ছাত্রজনতার আন্দোলনের সময় ফেনীতে এক টমটম চালককে কুপিয়ে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ও সৌদি আরবের জেদ্দা শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য এক বার্তায় দিয়েছেন র‌্যাব২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম। তিনি বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। খবর বিডিনিউজের।

টমটম চালক জাফরকে হত্যার ঘটনায় তার স্ত্রী আছিয়া বেগম ২০৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১০৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ফেনী মডেল থানায় এ মামলা করেন। এ মামলায় রহিম উল্লাহের সঙ্গে আরও দুই সাবেক সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। মামলায় ফেনী২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকেও আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবড় সমাগমে প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত কক্সবাজার সৈকত
পরবর্তী নিবন্ধভারত হাসিনাকে ট্রাভেল পাস দিলেও সম্পর্কে অবনতি হবে না : পররাষ্ট্র উপদেষ্টা