চট্টগ্রামের কার্ডিওভাস্কুলার এইড এন্ড রিসার্চ ফাণ্ড–সিভিএআরএফের উদ্যোগে ফেনী জেলার ফুলগাজী মুন্সীর হাটে গত শুক্রবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই মেডিকেল ক্যাম্পে ৯ জন চিকিৎসক, ৪ জন নার্স, সিভিএআরএফের ঢাকা ও চট্টগ্রামের সদস্য, স্বেচ্ছাসেবক এবং ফেনীতে অবস্থানরত সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকগণ অংশ নেন।
এ মেডিক্যাল ক্যাম্পে সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত প্রায় ৭০০ রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।
মেডিক্যাল ক্যাম্পটিতে সেবাদান করেন ডা. মোহাম্মদ ফজলে মারুফ, ডা. তাহমিনা আক্তার, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর কবির ভূঁইয়া, ডা. মুনাওয়ার সুলতানা, ডা. শুভাশীষ তালুকদার, ডা. মোহাম্মদ নুরুল আবছার, ডা. অপর্ণা বড়ুয়া, ডা. আহমেদুর রিজভী, ডা. সিফাত তানজিন চৌধুরী, নার্স নাজনীন আক্তার, সেবিকা বড়ুয়া, শিরীন আক্তার, তাহমিনা আক্তার এবং সিভিএআরএফ স্বেচ্ছাসেবক মহসিন চৌধুরী, বেলাল হোসেন, বিএইচ চৌধুরী শোভন, কোহিনূর রুমা, মাসুম হোসেন চৌধুরী, রিশান, নুরুল আজিম, ফজলু চৌধুরী, তমাল চৌধুরী।
যারা ঔষধ, অর্থ, গাড়ি ও বিভিন্নভাবে এই মেডিক্যাল ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেছেন তাদেরকে সিভিএআরএফের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।