ফেডারেশন কাপে ব্রাদার্সের কাছে হারলো আবাহনী

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

ফেডারেশন কাপে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে আবাহনী। ‘এ’ গ্রুপে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে গ্রুপের শীর্ষে উঠেছে ব্রাদার্স। আবাহনী সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে আছে। কুমিল্লায় মঙ্গলবার আবাহনী শুরু থেকে চেপে ধরে ব্রাদার্সকে। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় গোল পায়নি তারা। প্রতিপক্ষের চাপের মাঝেই ২৭ মিনিটে চমৎকার গোল করেন মনির। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শট নেন মনির আলম। লাফিয়ে ওঠা গোলকিপারকে ফাঁকি দিয়ে চোখের পলকে বল খুঁজে নেয় জাল। দ্বিতীয়ার্ধে আবাহনী মরিয়া হয়ে ওঠেন সমতা টানতে। কিন্তু রক্ষণ জমাট রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।

পূর্ববর্তী নিবন্ধপরের ম্যাচেই একাদশে জায়গা হারালেন সাকিব
পরবর্তী নিবন্ধসিনিয়র সিটিজেন ও সোসাইটি ক্লাবের ফুটবল টুর্নামেন্টে পদ্মা দল চ্যাম্পিয়ন