ফেডারেশন কাপ ফুটবলে আবাহনী সহজ জয় দিয়ে শুরু করলেও চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে হারিয়ে চমক সৃষ্টি করেছে রহমতগঞ্জ। কুমিল্লায় গতকাল মঙ্গলবার ঢাকা আবাহনী ‘বি’ গ্রুপের ম্যাচে ৩–০ গোলে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করে। শাহরিয়ার ইমন দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ ইব্রাহিম। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান ইয়াসিন খান। আবাহনী সপ্তদশ মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায়। ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম। বঙে আলতো টোকায় বল নিয়ে একটু এগিয়ে জায়গা বানিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। শেষ দিকে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ইয়াসিন। কর্নারের পর সতীর্থের পা ঘুরে বল পেয়ে অরক্ষিত এই ডিফেন্ডার নিখুঁত টোকায় গোলটি করেন। বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘বি’ গ্রুপের অপর ম্যাচে ১–০ গোলে জয় পায় রহমতগঞ্জ। ৮২তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন রাজন।