ফেউ তাড়ানো

এমরান চৌধুরী | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

আগুনরাঙা অগ্নিবীণা, বিষে ভরা বাঁশি

আগুন এবং বিষের ভেতর

ছিল মধুর হাসি।

চুরুলিয়ার দুখুুমিয়া বাবরি মাথার চুল

কাব্য তো নয় জ্বাললো আগুন

বিদ্রোহী নজরুল।

ভাঙলো কারা, সত্যন্যায়ের তুললো তুমুল ঝড়

ঝড়ের তোড়ে উঠলো কেঁপে

অটবী থর থর।

শোষক যতো বুক ফুলিয়ে চলতো এতদিন

বুঝলো তারা থাকবে না আর

তাদের কোনো চিন।

ভাঙতে শেকল জাগলো মানুষ পড়লো বিষম সাড়া

কাব্য দিয়ে ফেউ তাড়ানো শিখিয়েছিল কারা?

এক নজরুল ছাড়া।

পূর্ববর্তী নিবন্ধদ্রোহের কবি নজরুল
পরবর্তী নিবন্ধঝিঙে ফুলের কবি