ফরাসি দূতাবাস, বাংলাদেশ ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের সহযোগিতায় নাট্যচর্চা প্রতিষ্ঠান ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ আগামী ২৫ ও ২৬ এপ্রিল মঞ্চায়ন করবে দুটি একক নাটক। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দুদিন দুটি নতুন প্রযোজনার চারটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
কমল বড়ুয়ার নির্দেশনায় ও অমিতা বড়ুয়ার একক অভিনয়ে নাটক ‘স্তনন’ এর দুটো মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল শুক্রবার বিকাল ৫.৩০ মিনিট ও সন্ধ্যা ৭.১৫ মিনিটে। ফরাসি নাট্যকার জঁ কক্তোর ‘ল্য ভোয়্যা হিউম্যান’ নাটকের অনুবাদ ‘মানব কণ্ঠ’ অবলম্বনে এ প্রযোজনা। অনুবাদ করেছেন মো. আবদুল ওয়াসিহ। এক নারীর গভীর অনুভূতি ও নানামুখী টানাপোড়েনের ওপর ভিত্তি করেই এ নাটকের কাহিনি গড়ে উঠেছে।
দ্বিতীয় দিন ২৬ এপ্রিল নাট্যকার নুরুল মোমেন রচিত ‘নেমেসিস’ নাটকের দুটো মঞ্চায়ন হবে বিকাল ৫.৩০ মিনিট ও সন্ধ্যা ৭.১৫ মিনিটে। এ নাটকের নির্দেশনা ও একক অভিনয়ে মুবিদুর রহমান সুজাত। মূলত বাংলায় পঞ্চাশের মন্বন্তরকে পুঁজি করে এক শ্রেণির মানুষের রাতারাতি পাল্টে যাওয়ার গল্প নিয়ে এ নাটক। নাটক দুটির প্রযোজনা উপদেষ্টা ফেইম নাট্যকলা বিভাগের পরিচালক অসীম দাশ। প্রেস বিজ্ঞপ্তি।