ফুল আর নারী

নাছিম আখতার রিনা | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ১০:০৭ পূর্বাহ্ণ

ফুল সবাই ভালবাসে- কেউ গাছ থেকে তুলে নেয়, সৌন্দর্য দেখতে দেখতে ঘ্রাণ পেতে পেতে, একটা একটা পাপড়ি ছিঁড়ে, দলিত মথিত করে, অবশেষে ছুড়ে ফেলে দেয়। আবার কেউ ফুল তুলে সাজিয়ে রাখে ফুলদানিতে। বাসি ফুল বদল হয়। পূজায় অঞ্জলি ও ফুলে হয়। ফুলের সুগন্ধে মধুকর ও আসে, ফুলের মধু আহরিত হয়। ফুলের তৈরি কত সুগন্ধী হয়। ফুল কেউ তুলে রাখে বইয়ের ভাঁজে স্মৃতি জাগানিয়া মধুময়। ফুল থেকেই ফল সৃষ্টির আবর্তন যুগে যুগে রয়। ফুলের কোন অভিযোগ নাই। নারীর জীবন ফুলের মতই, সংসারের যাতা কলে পিষ্ট হয়। দলিত মথিত প্রাণ উষ্ঠাগত, কিন্তু কর্মে স্বীকৃতি নাহি হয়। সহ্য করে বাঁচ তাকে নিয়তি কয়। কর্ম তাকে ছাড়েনা কখনই। তার একটা অবলম্বন চাই, বাবা ভাই বা জামাই। জগতে সবাই নিজ নিজ ফায়দা হাসিল করে নারীর সহায়তায়। ভালবাসা মুহূর্তে ভগ্ন দশা হয়-কলংক তার একার পুরুষের নয়, মন আছে হুঁশে নয়! কেন এমন হয়?

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদে মন্দিরের দানবক্স ভেঙে চুরি
পরবর্তী নিবন্ধগ্রামীণ উন্নয়ন ও আমাদের গ্রামীণ সংস্কৃতি