মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১১ টায় ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আসর ‘মধু কবির দু শো বছর’। বিশেষ অতিথি অধ্যক্ষ শিমুল বড়ুয়ার উপস্থিতিতে সোনারতরীর শিশুরা শিক্ষক পূজা দাশের পরিচালনায় বঙ্গভাষা, বঙ্গভূমির প্রতি, কপোতাক্ষ নদ কোলাজ আবৃত্তি পরিবেশন করে। শিক্ষার্থী আদিত্য নন্দী– মেঘনাদবধ কাব্যের প্রথম খণ্ডের ১ম স্বর্গ আবৃত্তি উপস্থাপন করেন। শিক্ষক দীপ্ত চক্রবর্তীর নির্দেশনায় নাটিকা ‘সৃষ্টির আলোয় মধুসূদন’ পরিবেশন করে সোনারতরীর আনন্দ শ্রেণির শিক্ষার্থীরা। তথ্য চিত্র প্রদর্শন, গান, মধুসূদনের স্মৃতিচারণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শিশুরা দিনটি উপভোগ করে। অধ্যক্ষ শিমুল বড়ুয়া মহাকবি মধুসূদন দত্তের বাল্যজীবন, শিক্ষাজীবন, কর্মজীবনসহ জীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন খুব সাবলীলভাবে। তিনি বলেছেন, বাংলা সাহিত্যে মধুসূদন দত্ত মহাকাব্য, প্রহসনমূলক রচনা, অমিত্রাক্ষর ছন্দ, সনেটের প্রবর্তক। এছাড়া উৎসর্গ পত্রের সূচনাও তাঁর হাতে। তিনি ফুলকির শিশুদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করেছেন মধুসূদন দত্তের জীবনী পাঠের মাধ্যমে। এছাড়াও ফুলকিকে ধন্যবাদ জানিয়েছেন মধুসূদনকে এভাবে স্মরণ করার জন্য। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন । তথ্য চিত্র প্রদর্শন করেন সহ গ্রন্থাগারিক তন্নী বড়ুয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রন্থাগারিক উমা ব্যানার্জী। উক্ত আয়োজনে ফুলকির শিক্ষার্থীরাসহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির শিশুরা অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।