নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঞ্চায়ন হলো ফুলকির শিশুদের পরিবেশনায় নাটক পোচতা (ডাকঘর)। নাটকটির সম্পাদনা ও নির্দেশনায় মুবিদুর রহমান সুজাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফুলকির বিভিন্ন প্রকল্পের শিশুরা। রয়েছে বড়দের চরিত্রও। বিশ্বজুড়ে যুদ্ধের ডামাডোলে অন্যান্যদের সাথে শিশুদের করুণ পরিস্থিতির বিপক্ষে দাঁড়িয়েই এই নাটক। প্রেস বিজ্ঞপ্তি।