ফুলকলি

সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

মালা নেবেন মালা বলে বাড়িয়ে দিয়ে ফুল

ছোট্ট মেয়ে হেসে বলে দুলিয়ে বেণী চুল

বেলি ফুলের মালা হাতে দাঁড়িয়ে পথের পাশে

রোজ বিকেলে ফুল মেয়েটি ফুলের মতই হাসে।

নাম নাজানা মেয়েটির নাম রেখেছি ফুলকলি

ফেরার পথে আমি রোজই সেপথ দিয়ে চলি।

যখন বলি লাগবে না আজ বেলি ফুলের মালা

কাল থেকে তোমাকে নিয়ে যাবো পাঠশালা।

পড়তে গেলে দেখার মতো থাকবেনা কেউ মাকে

মায়ের জন্যে মালা গেঁথে বেচতে যে হয় তাকে

অসুস্থ তার মাকে দেখার সে ছাড়া কেউ নেই

ফুলের মালা দিয়ে তাদের জীবন চালায় সেই।

ফুলের মত মনটি মেয়ের কষ্ট দিয়ে ঢাকা

কেউ দেখেনা মালায় যে তার কান্নার জল মাখা

আসুন পথিক বন্ধুরা সব একটি মালা কিনি

ফুলের সাথে জীবন যাদের আসুন তাদের চিনি।

পূর্ববর্তী নিবন্ধএসো রক্তজবা হয়ে
পরবর্তী নিবন্ধতাসাউফ চর্চার আলোকবর্তিকা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী