ফুটপাত থেকে হকারদের কাঠের চৌকি ও চেয়ার টেবিল অপসারণ

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

ফুটপাত থেকে হকারদের মালামাল রাখার শতাধিক কাঠের চৌকি ও চেয়ারটেবিল অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নগরীর বিআরটিসির ফলমন্ডি থেকে স্টেশন রোড, নিউ মার্কেট মোড় হয়ে জুবলি রোডের আমতল পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, চৈতী সর্ববিদ্যা, শাহরীন ফেরদৌসী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ আজাদীকে জানান, ফলমন্ডি এলাকায় ফ্লাইওভারের নিচের অংশ অবৈধভাবে দখল করে তরমুজের আড়ত বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় আড়তগুলো অপসারণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির ব্যাংক পাড়ায় নিরাপত্তা জোরদার
পরবর্তী নিবন্ধমো. জাহেদুল হক স্ট্যান্ডার্ড ব্যাংক পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান