ফুটপাত থেকে দোকান উচ্ছেদ ৬ ব্যবসায়ীকে জরিমানা

চসিকের পৃথক অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

নগরে পৃথক অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা করায় ৬ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল ও ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অভিযানে টেক্সটাইলে অবৈধভাবে নালা দখল করে শেড বানিয়ে পানির পাম্প বসিয়ে রাস্তায় গাড়ি ওয়াশ, ফুটপাতে বাঁশ বিক্রি এবং রিকশার গ্যারেজ দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় তিনজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ফুটপাত থেকে এসব দোকান উচ্ছেদ করা হয়। একই অভিযানে সিটি কর্পোরেশন মার্কেটের দোকান থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে বরাদ্দ প্রাপ্ত প্রকৃত গ্রহীতার নিকট বুঝিয়ে দেয়া হয়।

অপর অভিযানে ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে আগ্রাবাদ হোটেল পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এই সময় ফুটপাত দখল করে ব্যবসা করায় তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতার অপব্যবহার পূর্বাচলে শেখ হাসিনা ও জয়ের প্লট, দুই মামলা দুদকের
পরবর্তী নিবন্ধধূমকেতুটি এক লাখ ৬০ হাজার বছরে একবার দেখা যায়