ফুটপাত থেকে দোকানের মালামাল জব্দ, জরিমানা

মোমিন রোডে চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানার মোমিন রোডসহ আশেপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল পরিচালিত এ অভিযানে ফুটপাতে মালামাল রাখায় চারজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়। এছাড়া প্রায় ২৫ টির অধিক দোকানদারকে সতর্ক করা হয়েছে। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। অভিযানে অংশ নেয়া চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম আজাদীকে বলেন, আন্দরকিল্লা থেকে মোমিন রোড হয়ে ডিসি হিল পর্যন্ত এবং মোমিন রোড থেকে জামালখান খান পর্যন্ত অভিযান চালানো হয়। কাজীর দেউড়ি মোড়েও অভিযান চালায়। তিনি বলেন, মোমিন রোডে অনেকগুলো ফুলের দোকানদার তাদের মালামাল ফুটপাতে রাখে। অভিযানে বেশ কিছু জব্দ করে নিয়ে আসি। কিছু ব্যবসায়ী দোকানের সামনের অংশ ফুটপাতে এনে রাখে। কয়েকজনকে জরিমানা করা হয়। তবে টাকার অংকটা কম রাখা হয়। প্রতিনিয়ত অভিযান চালিয়ে চেষ্টা করছি তাদের মানসিকতায় পরিবর্তন আনার জন্য।

অভিযানে অংশ নেয়া চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম আজাদীকে বলেন, অভিযানে চারটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বাকিদের সতর্ক করা হয়। দণ্ডিত প্রতিষ্ঠানের মধ্যে একটি হোটেল ও দুটি মুদির দোকান রয়েছে। মুদির দোকানদার ফুটপাতের উপর স্কেলের মত বসিয়েছে। সেগুলো ভেঙে দিয়েছি। এছাড়া এক ব্যক্তি ফুটপাতে বাঁশ রেখেছিল। তাকেও জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামের সড়কে আজ দুই ঘণ্টা বাস চলবে না