ফুটপাত থেকে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ, দু ঘণ্টা পর বেদখল

নতুন ব্রিজ এলাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

নগরের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ফুটপাতের উপর থেকে প্রায় অর্ধ শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় বিভিন্ন দোকানদারকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযানের ঘণ্টা দুয়েক পর আবারও ফুটপাত দখলে নেয় ব্যবসায়ীরা।

অভিযানের বিষয়ে প্রণয় চাকমা সাংবাদিকদের বলেন, মেয়র মহোদয়ের স্বপ্ন হচ্ছে চট্টগ্রাম শহরকে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলে নগরবাসীকে উপহার দেয়া। তারই অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনদিন আগেও আমরা এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছি। কিছু দোকানদার পুনরায় বসার চেষ্টা করছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, আহত ২
পরবর্তী নিবন্ধরামুর বৃহৎ পশুর হাট হঠাৎ বন্ধ