ফুটপাত ও ফ্লাইওভারের নিচে রাখা ২০০ তরমুজ জব্দ, দেওয়া হলো এতিমখানায়

আজাদী প্রতিবেদন

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

নগরের ফলমন্ডির ফুটপাত ও ফ্লাইওভারের নিচের মিড আইল্যান্ডে রাখা ২০০ তরমুজ জব্দ করে কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মনিষা মহাজনের নেতৃত্ব পরিচালিত অভিযানে তরমুজ জব্দ করা হয়। চসিক জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত নগরের ফলমন্ডি, স্টেশন রোড, নিউ মার্কেট, জিপিও মোড়, সদরঘাট অমরচাঁদ রোড, জুবিলি রোড এবং আমতল পর্যন্ত নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা, দোকান উচ্ছেদ ও মালামাল জব্দ করে। এ সময় পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত হয় এ অভিযান।

এদিকে, যানজট কমানোর পাশাপাশি পথচারীদের জন্য নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে অভিযান চলমান রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার জাপান থেকে ফেরা মেয়র রেজাউল টাইগারপাসে চসিক কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে নগরে চলমান ধারাবাহিক উচ্ছেদ অভিযান ও মনিটরিং কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়ার সময় এ মন্তব্য করেন। মেয়র বলেন, উচ্ছেদ অভিযান ঠেকাতে বিভিন্ন চাপ আসছে। কোনো চাপে নত হওয়া যাবে না। তবে, নগরকে বাসযোগ্য রাখার স্বার্থে উচ্ছেদ অভিযান চলমান রাখতে হবে। জাপানে দেখলাম পর্যাপ্ত ফুটপাত থাকায় মানুষ প্রাণখুলে হাঁটছে, যা নাগরিকদের সুস্থতা নিশ্চিতের পাশাপাশি নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করছে। চট্টগ্রামেও আমি এমন পরিবেশ গড়ে তুলতে চাই।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া : অভিযোগ যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধচীনের দক্ষিণাঞ্চলে মহাসড়ক ধসে নিহত ৪৮