ফিলিস্তিন গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে

ইসলামী মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

ইসলামী মহিলা ফ্রন্টের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা সমাবেশ নগরীর একটি কমিউনিটি সেন্টারে গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। হাজ্জা কুসুম আকতার ভাণ্ডারির সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ।প্রধান আলোচক ছিলেন ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাছের তালুকদার। আলোচক ছিলেন অধ্যাপক জালাল উদ্দীন আযহারি, মাস্টার আবুল হোসাইন, এম মহিউল আলম চৌধুরী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, নাসির উদ্দীন মাহমুদ, গিয়াস উদ্দিন নেজামী, ইয়াছিন হোসাইন হায়দরী, এনাম রেযা, আব্দুল করিম সেলিম, নাসিমা আকতার, শাহনাজ মুন্নি, হালিমা বেগম, সৈয়দা শাহনাজ আকতার ফেরদৌসী, শামীম আরা জাফরিন, সানজিদা আলম, শহর বানু, রেহেনা আকতার বেবী, রোজী আকতার, রুবি আকতার, আমেনা বেগম, ডা. জেসমিন আকতার, ইয়াসমিন আকতার, আবিদা ফারজানা ফারিহা, মানু আকতার, প্রমুখ। প্রধান অতিথি বলেন, ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চলছে। বিশ্ববিবেক আজ স্তব্ধ। মানবাধিকার রক্ষার কথা বলা সংস্থাগুলোর ভূমিকাও আজ প্রশ্নবিদ্ধ। ফিলিস্তিন গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। তিনি বাংলাদেশে ইসরায়েলি পণ্য ক্রয়বিক্রয় নিষিদ্ধের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাওয়াতে ইসলামীর বিভাগীয় ইজতেমা ৩০ এপ্রিল শুরু
পরবর্তী নিবন্ধজেলা প্রাইমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা