ইসরায়েলের হামলায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছেন মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ। গতকাল বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের হাতে এই অর্থ হস্তান্তর করা হয়।
অর্থ হস্তান্তরকালে সোলায়মান আলম শেঠ বাংলাদেশের জনগণ ও জাতীয় পার্টির পক্ষ থেকে ফিলিস্তিন সরকার এবং জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় মাশরুর মাওলা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।