ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অত্যাচারে মানবতার বিপর্যয় ঘটেছে

৮৭তম খোশরোজ শরীফে সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

ইমামে আহলে সুন্নাত হযরত শাহ্‌সূফি মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌হাসানী (.) এর ৮৭তম খোশরোজ শরীফের দুই দিনের কর্মসূচির ১ম দিন গতকাল শুক্রবার ফটিকছড়ি মাইজভাণ্ডারী দরবার শরীফে জুমার নামাজে সামিল হন অনেক আশেক জনতা। জুমার নামাজের ইমামতি করেন দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্‌সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌হাসানী মাইজভাণ্ডারী (মা.জি..)

সারা দেশ থেকে খোশরোজ শরীফে যোগ দেন অসংখ্য মানুষ। খোশরোজ শরীফ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়া, মহান মুর্শিদ কেবলার (.) রওজা শরীফে গিলাফ চড়ানো, জিয়ারত, আলোকচিত্র প্রদর্শনী, পবিত্র কুরআন হেফজকৃত ছাত্রদের দস্তারবন্দি, হুজুর কেবলার জিবনী আলোচনা, ছে’মা মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

খোশরোজ শরীফের ১ম দিন জুমার নামাজ শেষে ভক্তের সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদশে সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহ্‌সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌হাসানী (মা.জি..) বলেন, দেশ ও বিশ্বে আজ নিরপরাধ মানবতার চরম অপমাননিগ্রহ চলছে। শান্তিকামী নিরীহ মানুষের ওপর শক্তিধর মানুষের প্রবল শোষণ নিপীড়ন আজ মাত্রা ছাড়িয়ে গেছে। নিপীড়নশোষণবঞ্চনামুক্ত একটি শান্তিময় পৃথিবী ও মানবিক সমাজ গড়তে আজীবন দিশারীর ভূমিকা রেখেছেন হযরত শাহ্‌সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌হাসানী (.)

তিনি বলেন, ফিলিস্তিনের মুজলুম মানুষের ওপর ইসরাইলি অত্যাচারে মানবতার চরম বিপর্যয় ঘটেছে। বিএসপির চেয়ারম্যান বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে বিশ্ব মুসলিমের ঐক্যের বিকল্প নেই। তিনি মোড়ল দেশগুলোর সমালোচনা করে বলেন, তাদের মানবতা ও মানবিকতার ব্যাখ্যা এক এক দেশে এক এক রকম।

খোশরোজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরাম সভাপতি শাহ্‌জাদা সৈয়দ মেহবুবমইনুদ্দীন আল্‌হাসানী (মা.জি..), কার্যকরী সভাপতি শাহজাদা সৈয়দ মাশুকমইনুদ্দীন আল্‌হাসানী (মা.জি..), হযরত সৈয়দ মইনুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব এড. কাজী মহসিন চৌধুরী, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব খলিফা আলমগীর খান মাইজভাণ্ডারী। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিএসপির ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, স্থায়ী পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, মইনীয়া যুব ফোরাম সাধারণ সম্পাদক মো. আসলাম হোসাই, মুফতী এইচএম মাকসুদুর রহমান প্রমুখ। পরে সালাতছালাম পরিবেশন শেষে দেশ ও বিশ্ববাসীর নাজাত কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরীকত মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী (মা.জি..)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই খাতুনগঞ্জ ট্রাক মালিক শ্রমিক সমন্বয় কমিটির সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান