ফিরোজ শাহ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ’র ফিরোজ শাহ এলাকা থেকে ৬ মাসের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামি মো. জিয়া তৌহিদ (৫৫) পূর্ব ফিরোজ শাহ এলাকার মৃত এমবি তৌহিদের ছেলে।

বুধবার (২১ সেমেপ্টম্বর) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘২০১৩ সালে মাদক আইনে মো. জিয়া তৌহিদের নামে নোয়াখালী জেলার সুধারাম থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২০১৫ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রামের একটি আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।’

তিনি আরও বলেন, ‘অনদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। তারপর থেকে পলাতক ছিল আসামি। দীর্ঘ ৮ বছর পর গতকাল বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’