আসন্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ফিরিঙ্গী বাজার লাকী ষ্টার ক্লাবের ক্রিকেট কমিটি গঠনকল্পে এক সভা ক্লাবের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন, ক্লাবের কর্মকর্তা যথাক্রমে খোরশেদ আলম রহমান, মো. সাইফুদ্দীন, তানভীর আহমেদ রিংকু, মো. জাহাঙ্গীর আলম, হুমায়ুন মোর্শেদ সিদ্দিকী শাকিল, সিজেকেএস কাউন্সিলর সামিউল হাসান রুমন, আবদুল্লাহ আল মামুন, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, শফিউল আলম জনি, জুয়েল রহমান, মো. ফরহাদ, অনিন্দ্য দেব, আসিফুল হক সিফাত। সভায় ক্রিকেট কমিটি গঠনকল্পে আলোচনা হয়। এতে হুমায়ুন মোর্শেদ সিদ্দিকী শাকিলকে চেয়ারম্যান, অনিন্দ্য দেবকে সম্পাদক ও আসিফুল হক সিফাতকে ম্যানেজার করে ২১ সদস্য বিশিষ্ট ক্রিকেট কমিটি গঠন করা হয়।