প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামীলীগ এর কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা গত ২৬ নভেম্বর জহিরুল আলম দোভাষের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার মজুমদার। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল আলম দোভাষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব শফিক আদনান। বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলীর সদস্য ইমরান কাদের, বাবুল হক, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ফারুক আহমেদ, তপন দাশ, আবদুল মাবুদ বাবু, মোহাম্মদ হোসেন, মাসুদ করিম, হারুন অর রশিদ, ইসতেহার উদ্দিন পারভেজ, আবুল মনসুর খোকন প্রমুখ। সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, পলোগ্রাউন্ড এর জনসভাকে সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রমাণ করতে হবে চট্টগ্রামের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। খবর প্রেস বিজ্ঞপ্তির।