৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে ৬৫ দিন মৎস্য আহরণে বিরত থাকা জেলে পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ২য় কিস্তিতে প্রতিজনকে ৩০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়। গতকাল কৃহস্পতিবার চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। উপস্থিত ছিলেন লক্ষীপদ দাস, অনিল সর্দ্দার, জাহাঙ্গীর আলম, সামিউল হাসান রুমন, শফিউল আলম জনি, মোহাম্মদ সালাউদ্দিন, সৌমেন ভট্টাচার্য, কাজী আবুল কাশেম, মো. ইমরান প্রমুখ। প্রধান অতিথি বলেন, সরকারিভাবে ৬৫ দিন সাগরে মৎস্য আহরণ বন্ধ থাকায় কর্মহীন জেলেরা মানবেতর জীবন কাটায়। তিনি বলেন, বিভিন্নস্থানে সরকারের সহায়তা হিসেবে এসব ভি জি এফ চাল জেলে পরিবারের মাঝে বরাদ্দ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।