ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে অনলাইন সনদ প্রদান কার্যক্রম উদ্বোধন

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:২৯ অপরাহ্ণ

চসিকের প্রত্যয়ন প্রকল্প থেকে অনলাইন সনদ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। ওয়ার্ড সচিব সৌমেন ভট্টাচার্য্যের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বাচ্চু, প্রত্যয়ন টিম লিডার মাহমুদ, প্রত্যয়নের ফিল্ড কর্মকর্তা নাজমুল হাকিম, তানভীর আহমদ রিংকু, জাহাঙ্গীর আলম, বৃষ্টি বৈদ্য, রেহানা বেগম, ডালিয়া দে, সিফাত প্রমুখ। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, অনলাইনে জাতীয়তা, উত্তরাধিকার, মৃত্যু চারিত্রিক, মুক্তিযুদ্ধ, ভূমিহীন সনদসহ সকল সনদ প্রদানের মধ্য দিয়ে প্রাপ্তিক জনগোষ্ঠীর অধিকার রচিত হয়েছে। এখানে যারা জালিয়াতের মাধ্যমে দুর্নীতি করার অভিলাশ ধ্বংস হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজরুলের সাহিত্য সাধনাও তার শ্রেণি অবস্থান থেকেই প্রস্ফুটিত
পরবর্তী নিবন্ধসিওসি ’৮৬র ১১৬তম সভা