ফিরিঙ্গিবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১১:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় মধ্যরাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে ইসমাইল নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ইসমাইলের বর্তমান ঠিকানা ফিরিঙ্গিবাজার এলাকায় এবং তার গ্রামের বাড়ি লক্ষীপুর বলে জানা গেছে। লালদিঘী জেলা পরিষদের বিপরীত পাশের রাস্তা দিয়ে বাসায় ফেরার সময় এ হামলার শিকার হন তিনি।

পুলিশ জানায়, রাতের অন্ধকারে ছিনতাইয়ের উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. করিম বলেন, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

হঠাৎ এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-৯ আসনে বিএনপি নেতা সাইফুল আলমের গণসংযোগ ও রোড-শো
পরবর্তী নিবন্ধঅস্ত্রের মুখে জিম্মি করে মীরসরাইয়ে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট