ফিরলেন ৪৫ বাংলাদেশি, মিয়ানমারে ফিরে গেলেন ১৩৪ জন

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৫ জন বাংলাদেশি। অন্যদিকে, সে দেশে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা দেশটির নিরাপত্তা বাহিনীর ১৪৫ নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। গতকাল সকাল ও দুপুরে কঙবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নুনিয়াছড়াস্থ বিআইডব্লিটিএএর জেটিঘাটে কার্যক্রম সম্পন্ন করা হয়। খবর বাংলানিউজের। এরআগে, সকাল ৭টার দিকে জেটিঘাটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্যকে আনা হয়। টানা তিন ঘণ্টার বেশি সময় নানা প্রক্রিয়া শেষে ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্যদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর দুইটি টাগবোট বেলা সাড়ে ১২টার দিকে বিআইডব্লিটিএ ঘাট থেকে যাত্রা করে। সাগরে জলসীমার শূন্যরেখায় অবস্থানকারী মিয়ানমার নৌবাহিনীর জাহাজে তাদের তুলে দেওয়া হয়।

বিজিবি ও প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার সকাল ৭টা ৫ মিনিটে চারটি বাসযোগে মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের কঙবাজার শহরের বিআইডব্লিউটিএএর জেটিঘাটে নিয়ে আসা হয়। সেখানে আনার পর ইমিগ্রেশন ও ডকুমেন্টেশনের কার্যাদি শুরু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণ গোপাল চক্রবর্তী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অনুষ্ঠিত হল জার্মানি উচ্চশিক্ষা বিষয়ক বিশেষ সামিট