ফুটবলাঙ্গনে প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা বসানোর খবর আসছেই। এবার আক্রান্ত হয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল মঙ্গলবার ফিফা ৫০ বছর বয়সী সুইসের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, ইনফান্তিনোর শরীরে করোনার মৃদু উপসর্গ আছে এবং এই মুহূর্তে তাকে ১০ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গত কয়েকদিনে ফিফা সভাপতির সংস্পর্শে আসা প্রত্যেককে তাৎক্ষণিকভাবে খবরটি জানিয়ে দেওয়া হয়েছে। ফিফা থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত কয়েকদিন ফিফা সভাপতির কাছাকাছি আসা প্রত্যককে জানানো হয়েছে এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।’ একই সঙ্গে ‘ইনফান্তিনোর দ্রুত আরোগ্য কামনা’ করা হয়েছে বিবৃতির শেষ অংশে।