ফিনিশারের ভূমিকায় থাকবেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের রণপরিকল্পনায় ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আছে দুটি। কোচ রাসেল ডমিঙ্গো জানান, আপাতত সাকিব তিনে নয় ব্যাট করবেন চারে। আর সৌম্যকে দেখা যাবে সাত নম্বরে কিংবা ফিনিশারের ভূমিকায়। এ নিয়ে তামিম জানান, সৌম্যর জন্য এটা চমক নয়। তাকে এই ব্যাপারটা জানানো হয়েছে ৪ থেকে ৫ মাস আগে। এই পজিশনে আমরা খুব মানানসই কাউকে এখনও খুঁজে পানি। গত ৫-৭ বছর কেউ থিতু হতে পারেনি। এই পজিশনে যদি উপযুক্ত কাউকে পাওয়া না যায়, তাহলে কাউকে তৈরি করে নিতে হবে। সৌম্যকে আমরা এই বার্তাটা দিয়েছিলাম। এ জন্য মানসিক ও স্কিলের দিক থেকে তৈরি হওয়ার কথাও তাকে বলা হয়েছে। প্রেসিডেন্ট’স কাপের আগেই সৌম্যকে সাত নম্বরের কথা বলা হলেও গত অক্টোবরে ওই টুর্নামেন্টে সৌম্যকে সব ম্যাচেই দেখা গেছে ইনিংস ওপেন করতে। জাতীয় দলে যদি নিচে খেলানোর সিদ্ধান্তই হয়, তাহলে তখন তাকে সেই পজিশনে কেন খেলানো হয়নি, এই প্রশ্ন উঠল। তামিম বললেন, ব্যাপারটি তার হাতে ছিল না। ‘এটা ঠিক সৌম্যকে আমরা প্রেসিডেন্ট’স কাপের আগেই বলেছি। আমি ব্যক্তিগতভাবে ওকে বলেছি, ‘যদি সম্ভব হয়, তুই ছয়-সাতে না পারলেও পাঁচে ব্যাটিং করিস।’ একটা নতুন ভূমিকায় খেলতে হবে-ওর প্রতি বার্তাটা ছিল খুব পরিস্কার। এর পর ও কী করেছে বা না করেছে, সেটা আমরা সবাই দেখেছি। ওর ওই সময়ের পরিস্থিতির কথা আমার জন্য বলা কঠিন হবে। তবে যদি আমার দলে থাকত, তাহলে অবশ্যই আমি ওই জিনিসটা করার চেষ্টা করতাম।’

পূর্ববর্তী নিবন্ধসিরিজ জিতে ৫ কোটি রুপি বোনাস পাচ্ছে ভারতীয় দল
পরবর্তী নিবন্ধ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমর্থন করবে বাংলাদেশ দল