আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফিনলে সাউথ সিটিতে অনুষ্ঠিত হয়েছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল শুক্রবার ফিনলে প্রপার্টিজ লিমিটেড এবং ফিনলে সাউথ সিটি শপ ওনার্স এসোসিয়েশন যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীর প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের প্রথম পর্বের বিচারক ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, সুলতানা নুরজাহান এবং এইস.এম. ইলিয়াছ। এতে মোট ১১ জন শিশুকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু। বিশেষ অতিথি ছিলেন ফিনলে সাউথ সিটি শপ ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মিজবাহুর রহমান, মাহবুবুর রহমান, আব্দুল মাবুদ শমসের, সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক আইয়ুব খান। প্রেস বিজ্ঞপ্তি।