ফিনলে সাউথসিটি শপিংমলে বিশ্বমানের শপিংয়ের নিশ্চয়তা

শুক্রবার শুরু হচ্ছে যাত্রা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাটে আগামী শুক্রবার যাত্রা শুরু করছে ফিনলে সাউথসিটি শপিংমল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল করিম এবং একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু, হেড অব অপারেশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার অশোক বিশ্বাস, সিনিয়র জিএম সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ নাসের, ফিনলে সাউথসিটির ল্যান্ডওনার ইঞ্জিনিয়ার মিজবাহুর রহমান, ফিনলে সাউথসিটি শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও শৈল্পিকের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ফিনলে সাউথসিটি শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মোবাইল স্কয়ারের স্বত্বাধিকারী মোহাম্মাদ আইয়ূব খাঁন প্রমুখ।

ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু বলেন, আমরা সবসময় চেয়েছি চট্টগ্রামবাসীকে আবাসন ও বাণিজ্যিক খাতে সর্বোচ্চ সেবা প্রদান করতে। বিশ্বমানের শপিং এক্সপেরিয়েন্স যেন আমরাই দিতে পারি। তাই নগরবাসীর জন্য ফিনলে সাউথসিটি শপিংমল করার সিদ্ধান্ত নিই। আমরা চাই শপিং এক্সপেরিয়েন্সে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। আগামী ১৭ জানুয়ারি ফিনলে সাউথসিটি শপিংমলের গ্র্যান্ড ওপেনিংয়ের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে সিনিয়র জিএম সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ নাসের ফিনলে সাউথসিটি প্রকল্পের অবস্থানগত বৈশিষ্ট্য, স্থাপত্যশৈলী এবং পারিবারিক আনন্দময় মুহূর্ত কাটাতে এই শপিংমল কতটা ভূমিকা রাখবে সে সম্বন্ধে ধারণা দেন। তিনি জানান, গ্র্যান্ড ওপেনিংয়ের দিন থেকে রমজান মাসের চাঁদ রাত পর্যন্ত প্রতি কেনাকাটায় থাকবে র‌্যাফেল ড্র এবং আকর্ষণীয় সব উপহার; যার প্রথম পুরস্কার হবে গাড়ি।

ফিনলে সাউথসিটি শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আইয়ূব খাঁন বলেন, এখন থেকে চট্টগ্রামবাসী শপিংয়ে বিশ্বমানের এক্সপেরিয়েন্স পাবেন। দুবাইসিঙ্গাপুর নয়, চট্টগ্রামেই হবে ওয়ার্ল্ড ক্লাস শপিং। লোটো, টাইম জোন, রাইস, শৈল্পিক, এপেক্স, বাটা, হারলেন, খাদিঘর, আর্ট, লী কুপার, জি জি আইল্যান্ড, ব্রোস্ট ক্যাফে, লেন্ড, সাদিয়াস কিচেন, স্বদেশ পল্লীসহ নানান দেশিবিদেশি ব্র্যান্ডের সমাহার থাকবে এখানে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাই অ্যান্ড রেসিডেন্সিয়াল ক্লাস্টার, কমার্শিয়াল স্পেস, শপিংমল এখন একই ছাদের নিচে। শপিংমলের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই দৃষ্টিনন্দন নান্দনিক এট্রিয়াম, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ আর ক্যাশলেস শপিং, সাথে ইন্সট্যান্ট ব্যাংকিংয়ের জন্য আছে এটিএম বুথ, সার্বক্ষণিক জেনারেটর সুবিধা, ক্যাপসুল লিফটের পাশাপাশি সার্ভিস লিফট, এসকেলেটর, অটোমেটিক অগ্নিনির্বাপক ব্যবস্থা, সুবিশাল সিকিউর পার্কিং স্পেস, বিশ্বখ্যাত ফুড চেইন এবং দেশীয় খাবারের ফুড কোর্ট, কিডস প্লে জোন, ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং সেন্টার, বুক স্টোর, গিফট কার্ড শপ, জুয়েলারি, অথেনটিক কসমেটিকস, লেডিস গার্মেন্টস কালেকশন, ঘড়ি এবং অপটিকস, বোরকা, হিজাব, দর্জি, হ্যান্ডিক্রাফটস পণ্য, শিশুদের সব ধরনের খেলনার দোকান, ট্রেন্ডি রেডিমেন্ট গার্মেন্টস, পুরুষদের জন্য পাঞ্জাবি ও শেরওয়ানি, দেশিবিদেশি ব্র্যান্ডের নানা বয়সীদের জন্য জুতা, ব্র্যান্ড গ্যালারি, ম্যাজিক্যাল থিমপার্ক, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের স্থানসহ সব আয়োজন নিয়ে চট্টগ্রামবাসীর জন্য প্রস্তুত ফিনলে সাউথ সিটি শপিংমল।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে ট্রাক চাপায় নারী এনজিওকর্মী নিহত
পরবর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুল সমূহের জ্ঞাতার্থে