নগরীর এনায়েতবাজার সড়কের ফিনলে প্রপার্টিজের কর্পোরেট অফিস–এবিসি টাওয়ারে গতকাল সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ফিনলে পাম স্প্রিং সেলস ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে থাকছে সেমি ফার্নিশড রেডি অ্যাপার্টমেন্ট কেনার অপূর্ব সুযোগ। আগত ক্রেতারা মেলা চলাকালীন অফারে আরো কী কী থাকছে–তাসহ প্রকল্পের খুঁটিনাটি বিভিন্ন দিক জেনে নিচ্ছেন। হোম লোনের বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেছেন অনেক ক্রেতা।
খুলশীর অভিজাত ইয়াকুব ফিউচার পার্ক হাউজিংয়ে ৩১ কাঠা জমির ওপর নির্মিত হয়েছে আধুনিক সুযোগ–সুবিধা সমৃদ্ধ এই ফিনলে পাম স্প্রিং। শহরের প্রাণকেন্দ্রে এমন একটি প্রকল্পে ফ্ল্যাট কেনার সুযোগ হাতছাড়া করতে চান না আগ্রহীরা। এই স্বপ্নের ঠিকানায় পা রাখার সুযোগ করে দিতেই আয়োজন করা হয়েছে এই বিশেষ মেলা, যা চলবে ছুটির দিনসহ আগামী ৪ মে পর্যন্ত।
গতকাল সোমবার সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুফাখখারুল ইসলাম খসরু। এই সময় তিনি বলেন, গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে আমরা সবসময় প্রাধান্য দিই। আমরা সিডিএর নির্দেশনা ও বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের কাজ করছি। আর এসব কারণে গ্রাহকেরা আমাদের প্রজেক্টগুলোতে স্বস্তি অনুভব করেন। এ সময় প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন (ইঞ্জিনিয়ারিং) অশোক বিশ্বাস, সিনিয়র জিএম (হেড অব সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবদুল্লাহ নাসেরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার আয়োজন নিয়ে ফিনলে প্রোপার্টিজের সিনিয়র জিএম মোহাম্মদ আবদুল্লাহ নাসের বলেন, মেলায় সেমি–ফার্নিশড রেডি ফ্ল্যাট দেওয়ার বিশেষ অফার রাখা হয়েছে। অনেকের স্বপ্ন থাকে সুন্দর পরিবেশে নিজের একটি স্থায়ী আবাসের।
মধ্যবিত্ত পরিবার গুলোর সাধ আর সাধ্যের মেলবন্ধন ঘটাতেই আমরা এই অনিন্দ্যসুন্দর প্রকল্প ফিনলে পাম স্প্রিং গড়ে তুলছি। প্রেস বিজ্ঞপ্তি।