ফিদে মাস্টার সাকলাইন অপরাজিত চ্যাম্পিয়ন

বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার বাংলাদেশ (এসিপিবি) এর যৌথ আয়োজনে, বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সহযোগিতায় আয়োজিত বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট (চট্টগ্রাম বিভাগ) এর ৮ রাউন্ডের খেলায় সবগুলোতে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ফিদে মাস্টার সাকলাইন সাজিদ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সভাপতিত্বে এবং আন্তর্জাতিক দাবা বিচারক ফিদে আরবিটার প্রকোশলী এস এম তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং এসোসিয়েশন অব চেজ প্লেয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এনায়েত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিসিপিএ সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আবদুল মালেক, ক্রীড়া সংগঠক রাকিব উল ইসলাম সাচ্চু, সৈয়দ আবদুল আহাদ, মহসিন জামাল পাপ্পু, আলী কায়সার, জাহাঙ্গীর আলম, নুরুল আমিন ও তানজিলা তুর নুর প্রমুখ। টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে নগদ অর্থ মোট এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হয়েছে।

এছাড়াও টুর্নামেন্টের ৮ রাউন্ডের খেলায় ৬.৫ পয়েন্ট অর্জন করেন ৪ জন। টাইব্রেকের মাধ্যমে গোলাম মুস্তফা ২য়, তুষিন তালুকদার ৩য়, মঞ্জুর আলম ৪র্থ, সোহেল চৌধুরী ৫ম স্থান অর্জন করেন। একই পদ্ধতিতে ৬ পয়েন্ট পেয়ে তানভীর আলম ৬ষ্ঠ, আহমেদ ফিরোজ ৭ম, দেলোয়ার হোসেন ৮ম, শাহিনুর হক ৯ম, শেখ খায়রুল ইসলাম ১০ম, মোহাম্মদ এয়াকুব ১১ ৩ম ও দিব্য দাশ ১২ তম স্থান অর্জন করেন। চট্টগ্রাম বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন ফিদে মাস্টার আবদুল মালেক ও আহবাব সোলাইমান। মহিলা বিভাগে নুসরাত জাহান আলো, অনূর্ধ্ব১২ বিভাগে সাফায়াত কিবরিয়া আজান, অনূর্ধ্ব১৬ বিভাগে শিয়াম চৌধুরী, চট্টগ্রাম জেলা মহিলা বিভাগে তাসপ্রিয়া প্রিমা, ৫০ উর্ধ্ব বিভাগে আহমেদ মজুমদার, রেটিং ১৪০০১৬০০ বিভাগে তাওহীদা বেগম, রেটিং ১৬০১১৮০০ বিভাগে শুভ্রজিত মজুমদার, ননরেটিং বিভাগে উষাসিং চাকমা ও অনূর্ধ্ব১৪ বিভাগে সৈয়দ শফিউল মুসনাবিন সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত ৫ দিন ব্যাপী ৮ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে ৭জন টাইটেল দাবাড়ু, ৮৪ জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ সারাদেশের ১১৪ জন দাবাড়ু অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক। ডেপুটি হিসেবে নুরুল আমিন ও আরবিটার হিসেবে তানজিলা তুর নুর দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকন্যা সন্তানের বাবা হলেন মিরাজ
পরবর্তী নিবন্ধজাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ চট্টগ্রাম দলের দলনেতা তানসীর