দীর্ঘদিন ধরে পিতার ফার্নিচার ব্যবসার আড়ালে ইয়াবা ও চোলাই মদের রমরমা বাণিজ্য চালিয়ে আসছিল ছেলে। অবশেষে এক সহযোগীসহ গ্রেপ্তার হল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে। গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর গোবিন্দারখীল গ্রামের আমিন হোসেন ওরফে মোটা আমিনের পুত্র কিশোর গ্যাং লিডার আজিজুল হাকিম হৃদয় (২২) ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের তমিজ হোসেনের পুত্র কিশোর গ্যাং লিডার আরিফুল ইসলাম (২৩)।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার কামাল বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও ৬৫ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়ার উপপরিচালক এ.কে আজাদ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার আজিজুল হাকিম হৃদয় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিলেন। পূর্বেও তিনি পটিয়া থানায় সিএনজি টেক্সি ছিনতাইয়ের ঘটনা ও অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে আজাদ জানিয়েছেন, কিছুদিন ধরে হৃদয়ের পিতা আমিনের ফার্নিচার ব্যবসার আড়ালে চোলাই মদ ও ইয়াবার ব্যবসা করে আসছিল একটি সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে ইয়াবা ও চোলাই মদসহ আটক করা হয়।