ফানুশ-এর গান ‘অনুভূতি’ সময় লাগলো ৭ বছর!

| বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

তারে আমি খুঁজে পাইনি, তবে কেন হারিয়ে ফেলার ভয়। অদ্ভুত বিষণ্নতার সুরে বাঁধা এমন স্বপ্নীল গানের নাম ‘অনুভূতি’। যা লেখা হয়েছিলে অন্তত ৭ বছর আগে। সেই কথাগুলোয় এবার কণ্ঠসুরে প্রাণ দিয়েছে ব্যান্ড ফানুশ। সমপ্রতি ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত হলো। প্রকাশের পর থেকে শ্রোতাদের পক্ষ থেকে সাড়াও মিলছে বেশ। জানান ব্যান্ড সদস্যরা। ব্যান্ড হিসেবে ফানুশ অতোটা পরিচিতি না পেলেও এর ভোকাল জিসান খান শুভ নিজ গুণে আগে থেকেই দারুণ জনপ্রিয়। তিনি জানান, ‘অনুভূতি’র কথা ও সুর তার নিজের তৈরি। সংগীতায়োজন করেছে ব্যান্ডের সবাই মিলে। মিক্সডমাস্টার করেছেন সাকিন ইকতেদার। ভিডিওতে জিসানের সঙ্গে মডেল হয়েছেন আফরিন তন্বী। নির্মাণ করেছেন তানিম আহমেদ তন্ময়। গানটি প্রসঙ্গে শুভ বলেন, এটি প্রায় সাত বছর আগে লেখা। মাস তিনেক আগে গানটির রেকর্ডিং হয়। নানা চড়াইউতরাই পেরিয়ে অবশেষে গানটি প্রকাশ করলাম। রেসপন্স খুবই ভালো। এরই মধ্যে আমরা অ্যালবামের তৃতীয় গানের রেকর্ডিং শুরু করেছি। শ্রোতাদের জন্য আরও ভালো কিছু আসতে চলছে। ‘অনুভূতি’ ব্যান্ডটির প্রথম স্টুডিও অ্যালবাম ‘উন্মাদ’এর দ্বিতীয় গান। এর আগে অ্যালবামের প্রকাশিত প্রথম গানটি ছিলো ‘লীলাবালী’। ‘ফানুশ’এর লাইনআপে রয়েছেন জিসান খান শুভ (ভোকাল), মাহাদী হাসান সাব্বির (গিটার), রোহিত জাহান নিলয় (গিটার), প্রিন্স ডি’কস্তা (বেজ গিটার) এবং নাফিজ আবরার জ্যাকি (ড্রামস)

পূর্ববর্তী নিবন্ধআরণ্যকের প্রধান সম্পাদকের দায়িত্বে শামীমা শওকত
পরবর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে যা বললেন মেহজাবীন