ফাগুন এলো বলে

ঝুমি বড়ুয়া | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

শুকনো পাতাসব ঝরে পড়ে সেদিন

অভিমান ছুঁড়ে একরাশ।

তাই গাছে গাছে নব পল্লবে আজ মুখরিত চারিপাশ।

নানান রঙে সেজেছে প্রকৃতি যেনো

তার অপরুপ সাজে।

কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ উঁকি মেরেছে ক্ষণিক লাজে।

কে যেন এসে চুপিসারে বসে সুরে সুরে গেয়ে বলে,

আগুন লেগেছে বনের মাঝে রুদ্রপলাশ ফুলে।

লেগেছে আগুন, বইছে হাওয়া প্রজাপতির রঙিন ডানায়,

পাপিয়ার পিউ, কোকিলের কুহুতানে আজ প্রকৃতি ভরেছে মেলায়।

এত আয়োজন, এত গুঞ্জন, এত সৌরভ মেতেছে ফুলে।

অবুঝ ভ্রমর ছুটেছে কেবল নিকুঞ্জ ছায়াতলে

শুধুই, ফাগুন এলো বলে।

পূর্ববর্তী নিবন্ধজন্মেছি এই দেশে
পরবর্তী নিবন্ধজুম জোনাকি