ভালোবাসা চার অক্ষরের কিন্তু অসীম এর প্রতিফলন। ফাল্গুনের দিনে প্রেমের বার্তা নিয়ে আসে শীতের শেষে এমন সময় মেঘহীন কুয়াশাহীন বিশাল খোলা আকাশে লক্ষ নিযুত তারা রাতের সৌন্দর্যকে বাড়িয়ে তুলে দ্বিগুণ। ফুলের সুভাসে মন ভরে উঠে। নরনারীরা বাসন্তী রংয়ের শাড়িতে উৎসব বরণ করে নতুন প্রাণ জাগে প্রকৃতিতে। খোলামেলা মুক্ত আলোচনা গান কবিতার আসর জমে উঠে বাঙালিদের মনে যদিও এটা বিদেশি সংস্কৃতি ধরা হয়। কিন্তু কথা হলো ভালোবাসা কি শুধু একদিনের তা কিন্তু নয় ভালোবাসা হওয়া চাই প্রতিদিনের তবে উৎসবের গুরুত্ব আছে কিছু সুন্দর সময় কাটানো কিছু রঙিন সময় স্মৃতিতে ধরে রাখাটা মন্দ নয়। ভালোবাসা মানে পরিবারকে ভালোবাসা দেশপ্রেম থাকা পরিবেশ প্রকৃতিকে ভালোবাসা মানে দায়িত্ব কর্তব্য পালন করার সাথে হৃদয়ের সংযোগ সম্প্রীতি থাকে তাহলে দেশ খুবই সুন্দর হবে, হানাহানি যুদ্ধ বন্ধ হবে। মানব প্রেম সবার আগে সেটাই মুখ্য হওয়া উচিত।