আর্জেন্টিনা দলের মাঝমাঠের সারথী রদ্রিগো ডি পল। তিনি যেন মেসির সবচাইতে বিশ্বস্ত সহযোগী। দলকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি মেসির সাথে মিলে। আর সে পল মনে করছেন বিশ্বকাপের ফাইনাল খেলাটা আর্জেন্টিনার প্রাপ্যই ছিল। অথচ হার দিয়ে আসর শুরুর পর আর্জেন্টিনার জন্য প্রতিটি ম্যাচই হয়ে ওঠে ‘নকআউট।’
সব বাধা পেরিয়ে এখন তারা আসল ফাইনালে। নিজেদের ওপর অগাধ আস্থা ছিল বলেই এটা সম্ভব হয়েছে। তেমনটই মনে করছেন রদ্রিগো ডি পল। দলটির এই মিডফিল্ডারের মতে যোগ্য দল হিসেবেই শেষের মঞ্চে জায়গা করে নিয়েছেন তারা।
কোপা আমেরিকা জয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে, ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা। আত্মবিশ্বাসে তখন উড়ছিল পুরো দল।
তাদের এক ঝটকায় মাটিতে নামিয়ে আনে সৌদি আরব। বিশ্বকাপ ইতিহাসের ‘সবচেয়ে বড়’ অঘটনের শিকার হয় আর্জন্টিনা এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই।