ফাইনালে চট্টগ্রাম-ঢাকা

জাতীয় টি-২০ ব্লাইন্ড ক্রিকেট

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৫৮ পূর্বাহ্ণ

শহীদ শেখ আবু নাসের জাতীয় টি২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন হয়েছে। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গতকাল শনিবারের খেলায় জয় পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। টানা দু’ম্যাচেই জয় পেয়ে ফাইনালও নিশ্চিত হয়ে গেছে তাদের। ১৪ মে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে শিরোপা লড়াই। গতকাল শহীদ তাজউদ্দিন আহমদঢাকা ৯ রানে জয় পায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীখুলনা বিভাগের বিরুদ্ধে। দিনের দ্বিতীয় ম্যাচে সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগ ১২১ রানে হারায় শহীদ এএইচএম কামরুজ্জামানরাজশাহী বিভাগকে। আগে ব্যাট করে চট্টগ্রাম ওপেনার সালমানের অপরাজিত ১১২ রানের উপর ভর করে কুড়ি ওভারে ২ উইকেটে ২১৬ রান সংগ্রহ করে। আরিফ উল্লাহ অপরাজিত ৩৯ ও মুক্তাদির ৩৪ রান করেন। জবাবে রাজশাহী ৯ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে। চট্টগ্রামের পক্ষে আরিফউল্লাহ ও সুরত আলম ২টি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন সেঞ্চুরিয়ান সালমান। তাকে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বিবিসিসি সিনিয়র সহসভাপতি দিদারুল আলম চৌধুরী।

একই ভেন্যুতে সকালের খেলায় আগে ব্যাট করে ঢাকা ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে। অপরাজিত ৪৯ রান করেন আরিফ হোসেন। ৩৮ রান আসে হাসান রাব্বির ব্যাট থেকে। খুলনার আলি হোসেন ২ উইকেট লাভ করেন। রান তাড়ায় খুলনা ৬ উইকেটে ১৪৩ রান তুলে থেমে যায়। ফাহিম রহমান ৬৫ ও সোহাগ মোল্লা অপরাজিত ৩৭ রান করেন। ঢাকার আরিফ ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। তিনি ২৮ রানে ২ উইকেট লাভ করেন। তার হাতে ক্রেস্ট তুলে দেন বিবিসিসি’র অতিরিক্ত প্রধান কোচ মাহমুদুল হক রনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধশিহান কাপ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা সম্পন্ন