চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ। আজকের ম্যাচে মুখোমুখি হবে ডা. কামাল এ খান একাদশ এবং আবু তাহের পুতু একাদশ। দুটি দলই এরই মধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে। সবার আগে শিরোপা লড়াইয়ে নাম লেখায় আবু তাহের পুতু একাদশ। তারা টানা দুই ম্যাচে সরাসরি জিতেছে। অপরদিকে ফাইনালে জায়গা করে নেওয়া দল ডা. কামাল এ খান একাদশও জিতেছে দুটি ম্যাচে। তাবে তারা একটি ম্যাচে জিতেছে টাইব্রেকারে। ফলে দুই ম্যাচে তাদের পয়েন্ট ৫। অপরদিকে সরাসরি দুই ম্যাচ জেতায় পুতু একাদশের পয়েন্ট ৬। আজ দু’দল মুখোমুখি হবে অপরাজিত থাকার মিশনে। যে দল জিতবে তারা অজেয় থেকে ফাইনালে জায়গা করে নেবে। তাই আজকের ম্যাচটি বলা যায় ফাইনালেরই ড্রেস রিহার্সাল। ফাইনালে দু দল কেমন শক্তিমত্তা দেখাবে তারও একটা পরীক্ষা হয়ে যাবে আজ। তাই দু’দলই চাইবে অজেয় থাকতে সেটা বলাই যায়। ডা. কামাল এ খান একাদশের অধিনায়ক মামুনুল ইসলাম প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে কিছু সময়ের জন্য মাঠে নেমেছিলেন। তার দলের প্রত্যাশা আজ পুরো সময় মাঠে থেকে দলকে উজ্জীবিত করবেন এই জাতীয় তারকা। অপরদিকে পুতু একাদশের অধিনায়ক এবং জাতীয় দলের গোল রক্ষক সোহেলের উপর দলের সাফল্য-ব্যর্থতা অনেকখানি নির্ভর করছে।
কাজেই এখন দেখার বিষয় ফাইনালের ড্রেস রিহার্সালে জিতে কোন দল। আগামী ১৮ অক্টোবর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। আর সে দিনই পর্দা নামবে টুর্নামেন্টের।