ফসওয়াল ফেস্টিভ্যালে যোগদানে কবি ইউসুফ মুহম্মদের চট্টগ্রাম ত্যাগ

| শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার (ফসওয়াল) আয়োজিত চারদিনব্যাপী সাহিত্য সম্মেলন আগামী ৩ ডিসেম্বর ভারতের দিল্লীতে শুরু হতে যাচ্ছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে– ‘বুড্ডিজম, সুফিজম ও ভক্তি’। সার্কভুক্ত দেশসমূহ থেকে আগত বিভিন্ন দেশের লেখকরা এতে আলোচনা ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ফসওয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত লেখক অজিত কাউর জানিয়েছেন, বিষয় ভিত্তিতে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হবে। নেপাল, বাংলাদেশ, ভারত, ভূটান ও শ্রীলঙ্কার আমন্ত্রিত শিক্ষাবিদ, লেখক ও কবিরা এতে আলোচনা ও কবিতা পাঠ করবেন। এবারের সম্মেলনে বাংলাদেশ, ভূটান, নেপাল ও শ্রীলঙ্কার চার জন লেখককে পুরস্কৃত করা হবে। বাংলাদেশ থেকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন লেখক প্রফেসর ফখরুল আলম।

সম্মেলনে চট্টগ্রাম থেকে আমন্ত্রিত হয়েছেন কবি ইউসুফ মুহম্মদ। এতে যোগদানের জন্য তিনি আগামীকাল দিল্লী রওনা দেবেন। বাংলাদেশ থেকে আরো আমন্ত্রিত হয়েছেনপ্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কবি বিমল গুহ, প্রফেসর ফখরুল আলম, . আশরাফ জুয়েল, . শিহাব শাহিরিয়ার, প্রফেসর আবদুস সেলিম, কথাশিল্পী শাহেদ কায়েস, কবি সৌম্য সালেক ও কবি সেঁজুতি বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধহাসকে শিষ্টাচার মেনে চলতে বলার তীব্র সমালোচনা রিজভীর