অটোপাসের ঘোষণা আগে দিলেও ২০২০ সালের (এবারের) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল শনিবার। পুনঃনিরীক্ষার পরিবর্তে প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হতে না পারা শিক্ষার্থীরা এবার ফল রিভিউর আবেদন করার সুযোগ পাচ্ছে। আজ ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু টেলিটক মোবাইল থেকে রিভিউর আবেদন করা যাবে।
আবেদন করতে REV লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে CHI) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কাটা হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদন করতে ইচ্ছুক হলে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বরটি লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। শিক্ষার্থী প্রতি আবেদনের জন্য ১২৫ টাকা করে ফি কাটা হবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে শিক্ষাবোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।