অ্যান্টিগায় প্রথম টেস্টের তৃতীয় দিনে ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কিন্তু রাত ২টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখার সময় ফলো অন এড়ানো সম্ভব হয়েছে। সে সময় আট উইকেট হারিয়ে ২৫৭ রান করে বাংলাদেশ। তখন হাসান মাহমুদ ৮ এবং তাসকিন আহমদ ৪ রানে ব্যাট করছিলেন। এর আগে জাকের ৫৩ ও তাইজুল ২৫ রান করেন।
আগের দিন সফরকারীদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪০ রান। গতকাল মোমিনুল হক ৫০, লিটন দাস ৪০, মিরাজ ২৩ ও শাহাদাত হোসেন ১৮ রান করে আউট হয়ে যান।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারকেই হারাতে হয়। জয় ৫ এবং জাকির ১৫ রানে আউট হন। তৃতীয় দিনে বাংলাদেশের শুরুটা করেন মোমিনুল হক ও শাহাদাৎ হোসেন দীপু। তারা শুরুতে এগিয়ে নিচ্ছিলেন ভালোভাবেই। দীপু থিতু হওয়ার পরও ইনিংস লম্বা করতে পারেননি। কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। ৭১ বল খেলে ১৮ রান করেন দীপু। তার বিদায়ের পর উইকেটে আসেন লিটন দাস। মোমিনুলকে সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজের বিরতি অবধি গেছেন তিনিই। মাঝে একবার লিটনের এলবিডব্লিউয়ের জন্য রিভিউ নিয়েও সফল হয়নি ওয়েস্ট ইন্ডিজ।