জানুয়ারির ৩ তারিখ শনিবার, তখন রাত ৯ টা। নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি ফলমন্ডি এলাকায় কান্নাকাটি করছিল ১ শিশু। আশাপাশে শিশুটির কোন অভিভাবক না দেখে তাকে থানায় নিয়ে যান সেখানে অবস্থানরত মোঃ সালমান ভূঁইয়া নামে এক ব্যক্তি।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর নিয়ে জানা যায়, শিশুটির নাম মোঃ ওমর ফারুক। প্রকৃত বয়স ১১ বছর। তার বাড়ি ঢাকার উত্তরখান থানাধীন মেডিকেল রোড এলাকার চানপাড়া এলাকায়।
মা-বাবার সাথে থাকতেন নগরীর পাহাড়তলীর সোনালী আবাসিক এলাকায়। তার পিতার নাম আবু আলম, মা ফিরোজা বেগম।
৫ জানুয়ারি (সোমবার) প্রকৃত অভিভাবকের ঠিকানা সনাক্ত করে আইনগত অভিভাবকের জিম্মায় শিশুটিকে প্রদান করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, ঐ ব্যক্তি শিশুটিকে পেয়ে থানায় নিয়ে আসেন। পরে বিভিন্ন মাধ্যমে প্রকৃত অভিভাবক খুঁজে আইনগত অভিভাবক হস্তান্তর করি।