ফরিদা পারভীন ও কালজয়ী কিছু গান

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

সংগীতের সঙ্গে ফরিদা পারভীনের যোগাযোগ শুরু মাত্র পাঁচ বছর বয়সে। নজরুল, আধুনিক ও দেশের গান গাইলেও লালন ফকিরের গানেই নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছিলেন তিনি। তবে লালনের গান ছাড়াও ‘এই পদ্মা এই মেঘনা’সহ আরো কিছু গানে ফরিদা পারভীন নিজেকে পৌঁছে নিয়েছিলেন অন্য উচ্চতায়। খবর বিডিনিউজের।

ফরিদা পারভীন বলেছিলেন, ‘আমি লালনের গানে অন্তর আত্নার সাথে আত্মা মিলিয়ে এই পর্যন্ত এসেছি। কেউ যদি লালনের বাণীগুলো অন্তর থেকে আত্মস্থ করতে পারে সে সামনের দিকে এগিয়ে যাবেন।’

সত্য বল সুপথে চল, বাড়ির কাছে আরশী নগর, মানুষ গুরু নিষ্ঠা যার, জাত গেল জাত গেল, সময় গেলে সাধন হবে না, বড় সঙ্কটে পড়িয়া দয়াল, শুনিলে প্রাণ চমকে ওঠে তাঁর গাওয়া লালনের এই গানগুলো সম্পর্কে তিনি বলেছিলেন, হৃদয়ের গভীর উপলব্ধি থেকে লালন চর্চার কোনো বিকল্প নেই।

ফরিদা পারভীনের গাওয়া অনবদ্য একটি দেশের গান ‘এই পদ্মা এই মেঘনা’। এই গানের গীতিকারসুরকার আবু জাফর ছিলেন ফরিদা পারভীনের সাবেক স্বামী। গানটি ফরিদা পারভীনকে পৌঁছে দিয়েছিল ভিন্ন উচ্চতায়। গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান করে নিয়েছিল।

তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম আবু জাফরের কথা ও সুরে ফরিদা পারভীনের এই গানটিও পায় জনপ্রিয়তা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামেই হতে পারে মেয়েদের আবাসিক ফুটবল ক্যাম্প
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.০৩ কোটি টাকা