ফরহাদাবাদ শিশু পরিবার ও সেফ হোমে দুধ বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ৪:২০ অপরাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদ শিশু পরিবার ও সেফ হোমে দুধ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার মাতৃ দুগ্ধ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে এ দুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর, প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ডা. রেয়াজুল হক জসিম, প্রধান বক্তা ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাবির ফারাবী, অতিথি ছিলেন ফরহাদাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান আলী আকবর। এসময় শিশু পরিবারের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু পরিবার ও সেফ হোমে যারা থাকেন তারা অসহায়। তাদের সুন্দরভাবে দেখাশোনা ও লালনপালন করতে সরকারের নির্দেশনা রয়েছে। তাই মাতৃ দুগ্ধ সপ্তাহ উপলক্ষে এসব অসহায়দের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দুধ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ডাকাতের গুলিতে পিতা-পুত্র আহত
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে পরিবেশ আন্দোলনের মাস্ক বিতরণ