হাটহাজারীর ফরহাদাবাদ সরকারি শিশু পরিবার (বালক) এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত রবিবার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের পরিচালক (উপসচিব) নুসরাত সুলতানা। প্রধান অতিথি বলেন খেলাধুলা ও সংস্কৃতি চর্চা হচ্ছে বিনোদনের নির্মল মাধ্যম। বিশেষ অতিথি জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, করোনা মহামারীতে শিশুদের একাকীত্ব গুছাতে খেলাধুলার কোন বিকল্প নেই। স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর বলেন, এটি আবাসিক প্রতিষ্ঠান, শিশুরা এখানে সার্বক্ষণিক অবস্থান করে। ফলে তাদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। সবশেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।