হাটহাজারী ফরহাদাবাদ দরবারের শাহজাদা শাহসূফি সৈয়দ আবু তালেব ফরহাদাবাদীর (রহ.) স্মরণসভা এবং তাঁরই প্রতিষ্ঠিত আমিনিয়া ফয়জুল উলুম মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার সালানা জলসা কাল শনিবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ফরহাদাবাদ দরবার শরিফে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাওলানা সৈয়দ শফিউল বারী। দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর (ক) আওলাদগণ মাহফিলে অতিথি থাকবেন। স্মরণসভা ও সালানা জলসায় সবাইকে অংশগ্রহণের জন্য দরবারের পক্ষে শাহজাদা সৈয়দ রিদুয়ানুল আমিন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।